আখাউড়া-আগরতলা সড়কের নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা প্রস্তাবিত ফোরলেন সড়কের আখাউড়া অংশে নকশায়
কিছুটা পরিবর্তনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৪ ডিসেম্বর)
সকালে আখাউড়া-আগরতলার সড়কের গাজিরবাজারে পালিত হয় এই মানববন্ধন কর্মসূচি।

স্থানীয় এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন
অ্যাডভোকেট আকসির এম. চৌধুরী, শামসুল ইসলাম, কুদ্দুস চৌধুরী প্রমুখ। বক্তারা
বলেন, প্রস্তাবিত সড়কটি মোগড়া ইউনিয়নের তুলাবাড়ী থেকে সোজা না নিয়ে আকাবাকা
করে নেয়া হয়েছে। বর্তমানের নকশা অনুযায়ী সড়কের কাজ সম্পন্ন করা হলে আখাউড়া
দক্ষিণ ইউনিয়নের তিনটি মসজিদ, সাতটি কবরস্থান, তিনটি ঈদগাহ এবং তিনটি মার্কেট
চারলেন সড়কে বিলীন হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্থ হবে দক্ষিণ ইউনিয়নের বঙ্গেরচর,
সাতপাড়া, বিজয়পুর, আনন্দপুর, রহিমপুর, বীরচন্দ্রপুর, সাহেবনগর আংশিক গ্রামের
কয়েক হাজার মানুষ। তারা দাবী করেন সামন্য পিছিয়ে নিয়ে নকশাটি পরিবর্তন করা হলে
সরকারের কোটি কোটি টাকাও সাশ্রয় হবে। বেঁচে যাবে কয়েক হাজার জনগণের
উপার্জনস্থল মার্কেটসহ ধর্মীয় স্থাপনা। মানববন্ধনে সাত গ্রামের কয়েকশত
গ্রামবাসী অংশ গ্রহন করেন। পরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া
হয় তাদের দাবী সম্বলিত স্মারকলিপি।

Post Under