কসবায় জনস্বাস্থ্য বিষয়ক সচেনতামূলক কর্মশালা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে কসবা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও কসবা পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এম শাহীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ বাবুল আখতার ও কসবা উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী (অঃদাঃ) মো. শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা পৌর বিএনপি সভাপতি মো. শরিফুল ইসলাম ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া দীপু, সদস্য সচিব ও উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি জিয়াউল হুদা শিপন, কসবা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবদুল হান্নান, কসবা বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুর রহমানসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিগন।
অনুষ্ঠানে বক্তাগণ স্বাস্থ্য, পরিবার ও পরিবেশ সম্পর্কে সচেতনতামুলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা কর্মশালায় আলোচ্য বিষয়গুলো সমাজের উপকারভোগীদের মাঝে পৌছে দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Post Under