কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কসবা মহিলা ডিগ্রী কলেজ মাঠে মেলা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। এসময় কসবা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাওহিদ, কসবা পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. আশরাফ আলী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, সহ- সাধারণ সম্পাদক সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন।