কসবা কল্যাণসাগর পার্ক আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কল্যাণসাগর পার্ক আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কল্যাণসাগর দিঘীর পাড়ে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, “কল্যাণসাগর পার্ক আধুনিকায়নের মাধ্যমে এটি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং স্থানীয়দের জন্য বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
উপজেলা পরিষদ থেকে এ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি কসবা পৌরসভা থেকে ৫০ লাখ টাকার প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রাক্কলিত বাজেট অনুমোদন হলে এ অর্থও পার্কের উন্নয়ন কাজে ব্যবহার করা হবে।
এ সময় কসবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. গোলাম সরওয়ার, কসবা পৌর বিএনপি সভাপতি মো. শরিফুল ইসলাম ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহ, কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের, কসবা পৌরসভার সহকারী প্রকৌশলী এবিএম বাবুল হোসেন, প্রশাসনিক কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলন, কসবা পৌর এলার জনগণের দীর্ঘদিনের দাবী ছিল কসবার ঐতিহাসিক কল্যাণসাগর পার্ক আধুনিকায়ন করা। আজ আনুষ্ঠাবিভাবে এই কাজের উদ্বোধনে করা হল। তিনি আরো বলেন, প্রায় ২০ একরের অধিক কল্যাণসাগর পার্ক ক্রমান্বয়ে একটি বিনোদন কেন্দ্রে পরিণত হবে।

Post Under