কুমিল্লার নিমসার বাজারে ৪ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালকের ‌নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে ২০ আগস্ট বৃহস্পতিবার কুমিল্লার বু‌ড়িচং উপ‌জেলার নিমসার বাজার এলাকায় তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও কীটনাশক বি‌ক্রি, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণ‌া করা, মূল্য ত‌া‌লিকা না রাখা ও প্র‌তিশ্রুত পণ্য যথাযথভা‌বে না দেওয়ার ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ৪টি প্র‌তিষ্ঠান‌কে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৩৬,০০০/- টাকা জ‌রিমানা করা হয়।
অ‌ভিযা‌নের সময় দোকানী‌দের ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে, দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন কর‌তে ও সামা‌জিক-শারী‌রিক দূরত্ব বজায় রে‌খে কেনা-‌বেচা কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

উপ‌জেল‌া স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

Post Under