নাসিরনগরে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী বিতরণ

আজিজুর রহমান চৌধুরী

জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার ও এম পি। এক হাজার অসহায় মানুষের মাঝে সরকার কর্তৃক খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা সরকারি কলেজ মাঠে করোনা ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায়, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।খাদ্য সহায়তা সামগ্রী বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ কল্যান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ হায়াতউদ দৌলা খান এবং জেলা পুলিশ সুপার মোঃআনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ রাফি উদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা হালিমা খাতুনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার জনাবা তাহমিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষের মাঝে এক হাজার কর্মহীন মানুষের কাছে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

Post Under