ফারুক-ই হলেন কসবার কুটি ইউপি চেয়ারম্যান

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের স্থগিতকৃত চেয়ারম্যান পদের নির্বাচন ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে রোববার (২৬ মে) অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে ৮ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফারুক ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  কুটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মোস্তাক আহাম্মদ আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ৩১০ ভোট।

এদিকে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাইসার গ্রামের বাসিন্দা আরাফাত ভূইয়া (১৯) নামের এক ব্যক্তিকে পাঁচ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাহাতুল ইসলাম।

কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনে রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, কুটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪শ ৩৫জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৭ হাজার ২৫৬জন। তার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৭ হাজার ৩০জন ও বাতিল ভোটের সংখ্যা দুইশত ২৬জন। ভোট প্রদানের হার শতকরা ৫১.৬১ ভাগ।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসাইন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। দুপুরে কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তারা বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত ফোর্স সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত আছেন।
উল্লেখ্য গত ২৮ এপ্রিল কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন এবং সাধারণ সদস্য পদে ৩৫জন নির্বাচনের প্রতিদ্বন্ধিতা করছিলেন। চেয়ারম্যান পদের একজন প্রার্থী ইউসুফ আহম্মেদ এর প্রতীক ব্যালটে ভুল মুদ্রিত হওয়ায় নির্বাচন চলাকালীন সময়ে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন। ওই নির্বাচনেও ব্যাপক জনপ্রিয়তা ও ভোটারদের কাছে জনপ্রিয় ব্যক্তি ছিলেন ফারুক।

আজ রোববার ওই চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Post Under