বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা আধুনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সদস্য ইউরোপ প্রবাসী এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া ওয়াসিম, বিদ্যালয়ের দাতা সদস্য সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক মোঃ এমদাদুল হক সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আলাউল হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল আলী, সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান ভূইয়া, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আকিছনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন আহমেদ, দক্ষিণ শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, ব্যবসায়ী ফেরদৌস ওয়াহিদ, রোশন আলী সর্দার, ব্যবসায়ী আলমগীর হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ গোলাম আজম, সোলেমান সরকার, শিরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয়।

Post Under