সরকারের ডিজিটাল সুযোগ-সুবিধা গ্রহণ করেও বিরোধীরা সমালোচনায় লিপ্ত : মোকতাদির চৌধুরী এম.পি

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
উন্নয়নের অগ্রযাত্রায় আজকের বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণসহ ডিজিটাল উন্নয়ন শেখ হাসিনা সরকারের কৃতিত্ব। অথচ সকল ডিজিটাল সুযোগ-সুবিধা গ্রহণ করেও সরকারের সমালোচনায় লিপ্ত রয়েছেন বিরোধী দল।আওয়ামী লীগ সরকারের দুই বছর পূর্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্রের বিজয় উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিজয়োৎসব-আনন্দ সমাবেশে এসব বলেছেন বেসামরিক বিমান  পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জাতীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে এই বিজয়োৎসব ও আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরমেয়র মিসেস নায়ার কবির, তাজ মোহাম্মদ ইয়াছিন, মো. হেলাল উদ্দিনসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাক-ঢোল নিয়ে বর্ণাঢ্য মিছিল সমারোহে জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে বিজয়োৎসবে সামিল হতে থাকেন।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় রয়েছে। বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। সরকারের এই উন্নয়ন কাজের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়াতেও একর পর এক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে। অথচ বিরোধী দল বর্তমান সরকারের সকল রকমের ডিজিটাল সুযোগ-সুবিধা গ্রহণ করেও সরকারের সমালোচনায় লিপ্ত রয়েছেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Post Under