কুমিল্লা সিটি কর্পোরেশনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশন ইপিআই সেন্টারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কুসিকের নির্বাহী প্রকৌশলী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভূইয়া। এসময় কুসিকের মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী দেবনাথ, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মো: জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ক্যাম্পেইন চলবে। কুমিল্লা নগরীর ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জানা যায়, চলতি বছর করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই নগরীর ৫৩টি স্থানে এ বছর ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। নগর ভবন, সদর হাসপাতাল ও রাজদেবী মা ও শিশু হাসপাতলে দুই সপ্তাহে আটদিন খাওয়ানো হবে। নগরীর ৫০টি স্থানে দুইদিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় থেকে ১১ মাস বয়সী সাত হাজার ৮২৫জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৭হাজার ৩৬৬জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

Post Under