আবৃত্তি জোট কুমিল্লা’র আয়োজনে কর্মশালা ও আবৃত্তি অনুষ্ঠান ‘অনন্তকালের মুজিব’

স্টাফ রিপোর্টার

আবৃত্তি জোট কুমিল­া’র আয়োজনে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল­ায় সারাদিন ব্যাপি আবৃত্তি কর্মশালা ও বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান ‘অনন্তকালের মুজিব’ অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ১৯ আগস্ট ) সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন (উপসচিব, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, কুমিল­া শওকত ওসমান । প্রশিক্ষণ দেন, সাব্বির আহমেদ খান, মাহতাব সোহেল, সারোয়ার নাঈম, উত্তম বহ্নি সেন, আরশাদ সিদ্দিকী, আবু নাছের মানিক।
বিকেলে অনুষ্ঠিত বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান ‘অনন্তকালের মুজিব’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল­া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কুমিল­ার সভাপতি মাসুদা মনির তোফা, সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, আবৃত্তি জোট কুমিল­া’র সভাপতি মন্ডলির সদস্য উত্তম বহ্নি সেন, আবৃত্তি জোট কুমিল­া’র সাধারণ সম্পাদক আবু নাছের মানিক, সভাপতিত্ব করেন আবৃত্তি জোট কুমিল­া’র সভাপতি বদরুল হুদা জেনু। উদ্বোধনি পর্বের পর বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি জোট কুমিল­া’র দল, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ চান্দিনা, কণ্ঠশিল্প বাংলা, চিরতরুণ পর্ষদ, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র, কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা, অ আবৃত্তি চর্চা শালা, বাচিক চর্চা শিল্প ঢর্চা কেন্দ্র, প্রাচী পরিষদ, শব্দ কণ্ঠ চর্চা কেন্দ্র, আবৃত্তি বিকাশ, স্বরধ্বনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি জোট কুমিল্লার যুগ্ম সম্পাদক মাহতাব সোহেল।

Post Under