আমাদের কোন কর্মী শান্তির কুমিল্লায় যেন অশান্তি সৃষ্টি করতে না পারে-এমপি বাহার

৮৭ হাজার ২৪৪ ভোট বেশী পেয়ে নির্বাচিত আ ক ম বাহাউদ্দিন বাহার

এমদাদুল হক সোহাগ:
দ্বাদশ জাতীয় নির্বাচনে আসন নং-২৫৪, কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি কর্পোরেশন, সেনানিবাস) আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, শান্তির কুমিল্লা যাতে কোন ভাবেই অশান্ত না হয়। আমার কোন কর্মীর কারনে যাতে কুমিল্লার শান্তি বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাত সোয়া দশটার দিকে কুমিল্লা জিলা স্কুল ফলাফল ঘোষণা মঞ্চে তিনি এসব কথা বলেন। এসময় সহকারি রিটার্নিং কর্মকর্তা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা, আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বেসরকারি ফলাফল ঘোষণা করেন রোমেন শর্মা। ১৫২টি কেন্দ্রের ফলাফলে আ ক ম বাহাউদ্দিন বাহার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট, আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪৯৬৬ ভোট। ৮৭ হাজার ২৪৪ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ ক ম বাহাউদ্দিন বাহার।

ফলাফল ঘোষণার পর অনুভূতি ব্যক্ত করেন আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি বলেন, অনেক চক্রান্ত মোকাবেলা করে নির্বাচনটা আমাকে করতে হয়েছে। আমাকে নির্বাচনের মাঠ থেকে সড়িয়ে নেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে। আজকের এই ফলাফলে কুমিল্লার মানুষের বিজয় হয়েছে। এই ফলাফল জাতির জনক জননেত্রী শেখ হাসিনা বিজয়ী হয়েছেনে জাতীয়ভাবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করে দেয়ার জন্য সুপরিকল্পিতভাবেই বাংলাদেশ এবং শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত চলছিল। আজকের নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা সারা বাংলাদেশে অক্লান্ত পরিশ্রম করে একটি জাতীয় নির্বাচন করতে সক্ষম হয়েছে। আমি তাদেরেকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আমাদের সকল কর্মীদেরকে এবং আমার প্রিয় কুমিল্লা বাসীকে আমরা সামনে অত্যন্ত ধৈর্যসহকারে বিষয়টি খেয়াল রাখতে হবে, আমাদের ফলাফল ভালো হয়েছে, আমরা অতি উতসাহী হয়ে কুমিল্লার শান্তি, আইন-শৃঙ্খলা যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শান্তির কুমিল্লায় যেন আমাদের কোন কর্মী অশান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। যাদের জন্য এই ফলাফল, যাদের অক্লান্ত পরিশ্রমে এই ফলাফল তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এসময় মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্ল্যাহ খোকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post Under