ইউনিক স্টার বাংলাদেশ অর্গানাইজেশন থেকে শতাধিক পরিবার পেল ঈদ সামগ্রী

অসহায় মানুষের সাহায়তাকারী সংগঠনইউনিক স্টার বাংলাদেশ অর্গানাইজেশনকুমিল্লা দাউদকান্দি উপজেলার জিংলাতলীইউনিয়নের ছান্দ্রা গ্রামের প্রায় শতাধিক দরিদ্র পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন। উপহার এর মধ্যে দুধ, পেঁয়াজ, পোলাও এর চাউল, নুডুলস, সেমাই, তেল, চিনি প্রভৃতি। ঈদ সামগ্রীগুলো তুলে দেন ছান্দ্রা গ্রামের সামছুদ্দিন, এলাম, আরিফ, লিটন বিল্লাল প্রমুখ। এসময় ইউনিক স্টার বাংলাদেশ অর্গানাইজেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডমিন আফসানামিমি সহ সোহানি সাথী, মোঃ সৌরভ মোঃ সোহাগ তালুকদার।

প্রসঙ্গে সংগঠনটির পরিচালনা পর্ষদ এর নেতৃবৃন্দ মোঃ মাহমুদুল হাসান মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ২০২১ সালের ১১এপ্রিল আমাদের এই প্রাণের সংগঠনের পথ চলা শুরু হয়। এই এক বছরে দেশের বেশকিছু অঞ্চলে অসহায়দের আমরা সাহায্যকরতে সক্ষম হয়েছি। ইতোমধ্যে, বাংলাদেশের ৮টি বিভাগের ৬টি বিভাগেই ইউনিক স্টার বাংলাদেশ অর্গানাইজেশন অসহায়দেরসাহায্য করতে সমর্থ হয়েছে। আমাদের সকল মেম্বারদের অক্লান্ত পরিশ্রমে যে সকল জায়গার বিভিন্ন অঞ্চলে আমাদের ইভেন্টকরা হয়েছে সে গুলো হলোচট্টগ্রাম, ঢাকা, খুলনা, কুমিল্লা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর, টাঙ্গাইল। তারা আরোবলেন, আমাদের সহযোগীতার কাজ সামনের দিনেও অব্যাহত থাকবে।

Post Under