এক ঝলক (জুন, ২০২০)

খাবার সংকটে পড়েছে অবলা প্রাণীগুলোও। সড়কের পাশে বসে খাবারের জন্য কান্না করছিলো বিড়াল ছানাটি। পড়ে এক হৃদয়বান দম্পত্তি ছানাটি কুড়িয়ে বাসায় নিয়ে লালন পালন শুরু করেন। গত ২৪ জুন সন্ধ্যায় কুমিল্লা শহরতলীর আড়াইওড়া থেকে তোলা ছবি।-এমদাদুল হক সোহাগ
কুমিল্লা বানাশুয়া এলাকায় গোমতী নদীর উপর নির্মিত হয়েছে নতুন রেলসেতু। পুরাতন রেল সেতুটি ইতিমধ্যে ভেঙ্গে ফেলা হয়েছে। নতুন সেতু দেখতে প্রতিদিনই মানুষ ভিড় করেন। অপরদিকে, নবনির্মিত রেলসেতুর সাথে আরো একটি সেতু নির্মানের কাজ চলছে। ২৪ জুন বিকালে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ
জমিতে পানি শুকিয়ে আসছে। সহজেই ধরা পরছে ছোট বড় দেশীয় প্রজাতীর বিভিন্ন মাছ। মাছ ধরার ফাকে কাদাপানিতে দুরন্তপনায় মেতেছে এই যুবক। ২৪ জুন কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া গ্রাম থেকে তোলা ছবি।-এমদাদুল হক সোহাগ
বিকেল হলেই গ্রামের ছোট বড় সবাই ঘুড়ি উড়াতে এক জায়গায় মিলিত হন। উড়ানো হয় বিভিন্ন রকমের ঘুড়ি। গত ২৪ জুন কুমিল্লার বুড়িচং উপজেলার বালীখাড়া গ্রাম থেকে তোলা ছবি।-এমদাদুল হক সোহাগ
জমিতে পানি শুকিয়ে আসছে। সহজেই ধরা পরছে ছোট বড় দেশীয় প্রজাতীর বিভিন্ন মাছ। ২৪ জুন কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া গ্রাম থেকে তোলা ছবি।-এমদাদুল হক সোহাগ
সড়কের পাশে অনাদরে ফুটে থাকা ল্যান্টেনা ফুল। সম্প্রতি তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ
যুবক শরীফ উদ্দিন পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। কাজের ফাকে ঘুড়ি উড়ানো তাঁর অন্যতম একটি সখ। প্রায় পাঁচশ টাকা খরচ করে এই ঘুড়িটি বানিয়েছেন। বিকালের নান্দনিক পরিবেশে ঘুড়ি নিয়ে এসছেন নীল আকাশে উড়ানোর জন্য। এই ঘুড়ির নাম পানখ ঘুড়ি। গত ২৪ জুন বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার বালিখাড়া এলাকা থেকে তোলা। ছবি -এমদাদুল হক সোহাগ
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লা নগরীর চারটি ওয়ার্ডে চলছে কড়াকড়ি লকডাউন। জনমানবশূন্য নগরীর ৩নং ওয়ার্ডের অত্যন্ত ব্যস্ত রেইসকোর্স পুরাতন পাসপোর্ট গলি ২২ জুলাই বিকালে তোলা ছবি। -এমাদুল হক সোহাগ
কৃষক অদুত মিয়া নিজ গাছের কাঁঠাল সাইকেলে বেঁধে বাজারে নিয়ে যাচ্ছেন। স্থানীয় বাবু বাজারে সর্বনিম্ন আড়াইশ টাকা হলে বিক্রি করবেন কাঁঠালটি। গত ২২ জুন বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল গ্রাম থেকে তোলা। ছবি-এমদাদুল হক সোহাগ
দুই বন্ধু । অন্তু আর রাব্বি বৈঠা হাতে নৗকা নিয়ে বেড়িয়ে পড়েছেন গোমতী নদীতে। আহা কতনা আনন্দ। দুরন্ত শৈশব তাদের। ছবিটি ২২জুন কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া গ্রাম থেকে তোলা।-এমদাদুল হক সোহাগ।
সরিষা ফুলের মধু খেতে ব্যস্ত রঙিন প্রজাপতি। ছবি-এমদাদুল হক সোহাগ
বৃষ্টিস্নাত রক্তজবা ফুল। বিভিন্ন রোগের ঔষুধ হিসেবেও এই ফুল ব্যবহৃত হয়ে থাকে। সম্প্রতি তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ
মনোমুগ্ধকর মাধবীলতা। সম্প্রতি তোলা ছবি।- এমদাদুল হক সোহাগ
জবা ফুলের কলিতে পাখা মেলে বসেছে ফড়িং। সম্প্রতি তোলা ছবি।-এমদাদুল হক সোহাগ
Post Under