নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শহরতলীর চম্পকনগর এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত শাসনগাছা কৃষি অফিস থেকে চম্পকনগর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ মে) বিকেলে চম্পকনগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল । প্রায় ৩০ লাখ টাকা ব্যায়ে আদর্শ সদর উপজেলা পরিষদ এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন।
৩ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আবদুর সবুর। এতে স্বাগত বক্তব্যে রাখেন মহানগর যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিপন। এসময় উপজেলা উপ সহকারী প্রকৌশলী গোলাম সারোয়ার রিপন, দূর্গাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক মুজিব, সাধারন সম্পাদক আরিফুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী মনির হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হাজী মো. কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল বলেন, জাতিরপিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ মর্যাদার জায়গায় অবস্থান করছে। তৃণমূলের ছোট ছোট প্রকল্প থেকে শুরু কওে পদ্মসেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আর বিগত ১৪ বছরে অবিস্বরণীয় উন্নয়নে কুমিল্লাকে বদলে দিয়েছেন আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। তিনি এ এলাকায় শাসগাছা ফ্লাইওভার ,কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থানান্তর সহ খুঁজে খুঁজে উন্নয়ন কাজ করছেন। সারা কুমিল্লার আজ পাড়া মহল্লায় এমপি বাহারের উন্নয়ন দৃশ্যমান। হাজী বাহার এমপির নেতৃত্বে বিগত দিনগুলোতে যে উন্নয়ন হয়েছে তার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেতা হাজী বাহার এমপির পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।