করোনায় কাপছে কুমিল্লা এক দিনে শনাক্ত ৫৪৯, মৃত্যু ৭ জনের

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে কুমিল্লায়। করোনার উপসর্গের রোগী এখন প্রতিটি পাড়া মহল্লায়। কোন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪২দশমিক ৬ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাতজন। এ নিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬১৫ জনে।
জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৯ সোমবার জুলাই বিকেল থেকে ২০ মঙ্গলবার জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ২২২জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ২১ জন, সদর দক্ষিণের ৪, বুড়িচংয়ের ১৯, ব্রাহ্মণপাড়ার ১৪, চান্দিনার ২১, চৌদ্দগ্রামের ২৬, দেবিদ্বারের ৩০, দাউদকান্দির ৩৭, লাকসামের ৪১, লালমাইয়ের ২১, নাঙ্গলকোটের ৩৩, বরুড়ার ১৯, মনোহরগঞ্জের ১২, মুরাদনগরের ৮,তিতাসের ৮, মেঘনায় ১৩ জন শনাক্ত হয়েছেন। মৃতদের মধ্যে কুমিল্লা সিটিতে১, আর্দশ সদরের ১,মুরাদনগরের ১,চান্দিনায় ২,লালমাইয়ের ২জন।

জেলায় এখন পর্যন্ত ২১ হাজার ৯৬৫জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৭জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৪২৮।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদি এ মুহুর্তেও মানুষের মাঝে সচেতনতা না বাড়ে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

Post Under