কসবায় আইনমন্ত্রী- ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট সাংবাদিকদের স্বাধীনতা হরণের জন্য নয়

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট সাংবাদিকদের স্বাধীনতা হরনের জন্য নয়, সাইবার ক্রাইমকে আইনের আওতায় আনার জন্য করা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা পরিষদ মিলনাতনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন,
আমরা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা কখনো চাইনা বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হউক।
জামিনের ব্যাপারে সরকার নিম্ন আদালতে হস্তক্ষেপ করেছে বিরোধীদলের অভিযোগ বিষয়ে মন্ত্রী বলেন এটা ঠিক নয়। সরকার আদালতে হস্তক্ষেপ করে না। নিম্ন আদালতে বেল না পেলে মহানগর দায়রা আদালতে যাবে। তাছাড়া ওখানে না হলে হাইকোর্টে যাবে, এটাই নিয়ম। বিচারাধীন বিষয়ে মন্ত্রী কোন মন্তব্য করতে চাননা বলে জানান।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান অনুযায়ী যে সময় উল্লেখ আছে সেই সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানে যাহা উল্লেখ নাই তাহা হবে না। কেয়ারটেকার সংবিধান নেই, তাহা অবৈধ। সকলে নির্বাচনে আসেন। জনগন যাকে চাই তাকে ভোট দিবে। নেত্রী শেখ হাসিনার কারনে বাংলাদেশ ঘুরে দায়িছে, পরিষ্কার পানি ঘোলা করবেন না।
তিনি বলেন, বিএনপি বলেছিল ১০ তারিখ খালেদা জিয়া বক্তব্য দিবে তার ভাই বলেছে আমার বোনকে নিয়ে রাজনীতি করবেন না। ১০ তারিখ খালেদা জিয়া বক্তব্য দেন নাই।
কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, রুহুল আমিন ভুইয়া, কসবা পৌর আওয়ামীগের সভাপতি মো. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন।

কসবা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সম্পদক মো. শাহআলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি মো. সোলেমান খান, সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক সোহরাব হোসেন প্রমুখ।

Post Under