কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “কসবার গ্যাস কসবায় চাই” দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কসবা পৌর মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সকল শ্রেনি পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। কসবার গ্যাস কসবায় চাই আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম শাহিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত ইসলামী যুব বিভাগের সেক্রেটারি শরীফ আহমেদ সরকারের সঞ্চালনায় কসবা তারাপুর গ্যাসকুপ নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন, কসবা উপজেলা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা জামায়াত সেক্রেটারি শিবলী নোমানী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল হান্নান, কসবা উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. মনিরুল হক, আকছিনা দরবার শরীফের পীর মাওলানা জয়নাল আবেদীন জালালী প্রমুখ।
বক্তারা অবিলম্বে তারাপুর গ্যাসকুপ পুনরায় চালু করে কসবাবাসীকে গ্যাস না দিলে বৃহত্তর কর্মসূচির ঘোষনা দেন। তারা বলেন, বিগত সরকার ভারতকে খুশি করতে কসবা তারাপুর গ্যাস ক্ষেত্রটি বন্ধ করে দেয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কসবা পৌর শহরের প্রদক্ষিণ করে।