কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে কসবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সম্মেলন কক্ষে শুক্রবার (০১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খোরশেদ আলম খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। গোলাসার আদর্শ যুব সংগঠনের সভাপতি মো. গোলাম কিবরিয়া মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন যুব সংগঠনের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, স্বউদ্যোক্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস চাষ ও পোশাক তৈরীর জন্য তিনজন প্রশিক্ষিত যুবক-যুবতিকে মোট ৪ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেন। যুব উন্নয়ন অধিদপ্তর তাদের মাধ্যমে প্রশিক্ষিতদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থাও করে দেন। তারা শিক্ষিত যুবক-যুবতীদের চাকরীর পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান জানান। তারা বলেন, উদ্যোক্তা হতে পারলে সে যেমন নিজে স্বাবলম্বি হতে পারবে পাশাপাশি তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারবে।