কসবায় ভ্রাম্যমান আদালতে মোটরসাইকেল চালককে জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কদমতলী মোড়ে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেড ছাড়া মোটরসাইকেল চালনোর অপরাধে সাতজনকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালনোর অপরাধে এ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইল চালানোর অপরাধে ৭টি মামলায় সাতজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংও আমরা অব্যাহত রাখবো।

Post Under