কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাক্ষণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে মহান বিজয় দিবসে সংবর্ধনা পেলেন মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অকোতোভয় ১৬০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১শ জন বীর মুক্তিযোদ্ধা ও ৬০ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে এই সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে অতিথি ছিলেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা জামায়াত ইসলাম সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক পীরজাদা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাব নবগঠিত কমিটির সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা ছাত্রদল ও যুবদল সাবেক সভাপতি কামাল উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক দিপু, উপজেলা যুবদল সদস্য সচিব ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) শামসুল ইসলামের সঞ্চালনায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ছাত্রসমন্বয়ক মেহেদী হাসান, কাজী মোশাহেদ উল্লাহসহ উপস্থিত অতিথিগন।
অনুষ্ঠান শেষে ১শত জন বীর মুক্তিযোদ্ধা ও ৬০ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে উপজেলা কম্পাউন্ডে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিজয় মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদেরসহ উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ।
এর আগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে সুর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলনসহ সকাল থেকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা কম্পাউন্ডে অবস্থিত কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।