মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় নানা বর্ণিল আয়োজনে রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক ও বিস্তারিত কর্মসূচীর আয়োজন করেন।
৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে কসবা উপজেলা প্রশাসন, কসবা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। একে একে মুক্তিযোদ্ধা সংসদ, কসবা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কসবা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯০ জন মুক্তিযোদ্ধা ও ৬০ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকা প্রমুখ।