শেখ মো. কামাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেসরকারি মানবিক সংগঠন সবুজ সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষোপকরণ ও মানবিক ভাতা বিতরণ সম্পন্ন হয়েছে।
২৫ ডিসেম্বর রোববার সকাল ১০ টায় জেলার কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অতিরিক্ত পুলিশ সুপার উবায়েদ উল্লাহর সভাপতিত্বে সবুজ সংঘের সভাপতি লোকমান হোসেন পলা’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন খাড়েরা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোঃ মমিনুল হক ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ, সবুজ সংঘের সাধারণ সম্পাদক মোঃ আবু হামজা, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সমস্য মিজানুর রহমান, মোঃ দুলাল মিয়া, লোকমান হোসেন, সংগঠনের অর্থ সাম্পাদক নুরুল আমিন, মীর বিল্লাল উদ্দিন, স্কুল শিক্ষক মাসুক মিয়া, সারওয়ার প্রমুখ।
অনুষ্ঠানে ১৬ জন এসএসসি পরীক্ষার্থীকে ফর্মফিলাপের ফি ও ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষোপকরন এবং ২৫ জনকে মানবিক ভাতা প্রদান করা হয়।
সবুজ সংঘ বিভিন্ন ধরনের মানবিক ভাতা, শিক্ষা বৃত্তি ও আর্থিক সহায়তা করে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন।