কসবায় সিরাজুল হক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় শুকবার (০২ জুন) বিকালে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম এডভোকেট সিরাজুল হক মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আনিসুল হক। খেলা দেখতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শক ছিল চোখে পড়ার মত।
তেতৈয়া-ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে আইনমন্ত্রী’র পিতা মরহুম সিরাজুল হক এর নামে টুর্নামেন্ট ছাড়া হয়েছে। টুর্নামেন্টে ১৬টি দল নক আউট পদ্ধতি খেলায় অংশ গ্রহণ করবেন। হারলেই বিদায় নিতে হবে এ টুর্নামেন্ট থেকে। ফাইনাল খেলায় বিজয়ী দলকে একটি ১৫০সিসি মোটর সাইকেল উপহার দেওয়া হবে।
শুক্রবার (০২ জুন) বিকালে উদ্বোধনী খেলায় অংশ নিয়েছেন কসবার অগ্রভাগীয় সাহিত্য সংগঠন ফুটবল একাদশ বনাম বিজয়নগর জহিরুল হক ফুটবল একাদশ। খেলায় এক গোলে বিজয়নগর ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন কসবা অগ্রভাগীয় সাহিত্য সংগঠন ফুটবল একাদশ।
খেলা শুরু হওয়ার অনেক আগেই মাঠের চারপাশ হাজার হাজার দর্শকে ভরে যায়। এসময মাঠের চারপাশে তিল ধারনের ঠাই ছিল না।
খেলা পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মো. রঙ্গু মিয়ার সভাপতিত্বে এবং খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুস্তম খার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রা‏হ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইযা, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল ইহসান খান, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকি, ব্রা‏হ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম. এ আজিজ, জেলা পরিষদের মহিলা সদস্য রুমানুল ফেরদৌসি, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, কসবা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন, যুগ্ম আহবায়ক কাজী মানিক, আশরাফুল আলম প্রমুখ।

Post Under