কসবায় ১০০ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় উপজেলার ১০০ পরিবারের মধ্যে জমির দলিলসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খাঁন এর সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি মো. সোলেমান খাঁন, উপজেলা ছাত্রলীগ যুগ্¥ আহŸায়ক কাজী মানিক প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুধিজন ও উপকারভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ মার্চ) দেশব্যাপী ভার্চুয়ালি ৩৯ হাজার ৩৬৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ হস্তান্তর করেন। চতুর্থ দফায় এ কার্যক্রমের আওতায় কসবায় ১০০ পরিবারের মাঝে জমির দলিলসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। কসবায় ভূমিহীন-গৃহহীন এক হাজার ৯৭৩ টি পরিবারের মাঝে হস্তান্তরের জন্য গৃহ প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে বুধবার উপজেলার বিনাউটি, কাইমপুর, বায়েক ইউনিয়ন ও কসবা পৌরসভার একশত পরিবারের মধ্যে জমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছে। কসবায় এ পর্যন্ত আটশত ৯৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিলসহ গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

Post Under