কসবায় ১০ দিন ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলছে

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিন ব্যাপী পৌরসভার বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান চলছে। গত শুক্রবার এই অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। শনিবার (০২ নভেম্বর) পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় দিনে কসবা পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে বর্জ্য ও সড়কের ময়লা আবর্জনা অপসারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, কসবা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর তাহেরা বেগম, কসবা উপজেলা সার্চ অর্গানইজেশন এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, Together For Tomorrow (TFT) Organization এর দপ্তর সম্পাদক মো. জিহাদ বিন সারোয়ার সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর অনেক স্বেচ্ছাসেবী। ১০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়ে একটি বিশেষ টিম করা হয়েছে উক্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, ব্যবসায়ী সংগঠন, স্বেচ্ছাসেবক, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, তরুন, যুব ক্লাবসহ সকলে এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তিনি বলেন
পৌরসভার কর্মীগণ ডাস্টবিন এবং নির্দিষ্ট স্থান হতে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করবেন। তিনি বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহবান জানান৷

 

Post Under