কসবায় অবৈধ ড্রেজারে ফসলি জমি ধবংস ! আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বায়েজিদ পাঠান ঢালী
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন বল্লভপুর গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উওোলনের ফলে ফসলি জমি ধবংস করায় আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জমির মালিকগণ।
অভিযোগ সূত্রে প্রকাশ, কসবা উপজেলার মেহারী ইউপির বল্লভপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে অসাধু মাটি ব্যবসায়ীরা। কৃষি জমি নষ্ট সহ অবৈধ ড্রেজারকারী মমিনুল হক,জসীম মিয়া ও আইয়ুব নবীর বিরুদ্ধে বল্লভপুর গ্রামের জমির মালিক মো:হাবিবুর রহমান ভুইয়া লিখিত অভিযোগ দিয়েছেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার ভ’মি ও কসবা থানা অফিসার ইনচার্জ এর কাছে লিখিত অভিযোগের বিষয়টি জানতে চাইলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
মেহারী গ্রামের প্রভাবশালী আইয়ুব নবী গংরা সরকারের নির্দেশ অমান্য করে অবৈধ ড্রেজার চালিয়ে ফসলি জমি দেদারছে ধবংস করে
চলেছেন বলে এলঅকাবাসী অভিযোগ করেছে।
এই দিকে ফসলি জমি রক্ষার্থে অবৈধ ড্রেজার মালিকদের বিরুদ্ধে বল্লভপুর গ্রামের মো: হাবিবুর রহমান ভুইয়া,আবুল খায়ের ভুইয়া, মো: সেলিম মেম্বার ও মো: তারু মিয়া ক্ষতিগ্রস্থ ফসলি জমির মালিকগণ আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Post Under