কসবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. খালিদ ও কসবা পৌরসভার কাউন্সিলর মো. আলাল মিয়া। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-শিক্ষক-অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে কসবা ফায়ার সার্ভিস এর সদস্যরা অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করেন।

Post Under