কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার (০৮ মার্চ) কসবা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নানান আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য পরিচর্যার সামগ্রী বিতরণ এবং ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সকাল ১১টায় “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা পৌর সভার মেয়র মো. গোলাম হাক্কানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকি, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা টি.আলী ডিগ্রী কলেজের প্রভাষক হাছিনা জান্নাত, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, কসবা থানার ওসি তদন্ত মো. হাবিবুর রহমান, কসবা ইমাম প্রি-ক্যাডেট এর অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা নাসিমা সুলতানা প্রমুখ। এসময় উপকারভোগী নারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কসবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা।