কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “মানবকেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা: ডিজিটাল বিভাজন সংকীর্ণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে স্বাস্থবিধি মেনে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য ও উদ্দেশ্য সম্পর্কে এসময় কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছিমা আক্তার বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, নাজমুল হক শিকদার, তুহিন কান্তি দাস প্রমুখ।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের নেতৃত্বে স্বাস্থবিধি মেনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

Post Under