কসবায় কর্মরত সাংবাদিকদের সাথে আইনমন্ত্রীর মতবিনিময়
ভুল করলে স্বাধীন ভাবে তুলে ধরবেন, আর ভাল করলে স্বীকৃতি দিবেন-আইনমন্ত্রী
মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
করোনা পরিস্থিতি মোকাবেলা, ঈদ উল আযহা উদযাপন ও সাম্প্রতিকি বিভিন্ন বিষয়াদি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্থানীয় সাংসদ আনিসুল হক। তিনি আজ সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন।
আইনমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি এলাকার উন্নয়নে কাজ করছি। কাজ করতে গিয়ে কোন ধরনের ভুল করলে আপনারা তা স্বাধীনভাবে তুলে ধরবেন। আর ভাল কাজ করলে স্বীকৃতি দিবেন। ভার্চুয়ালি বক্তব্য রাখলেও আমি আপনাদের পাশেই আছি। করোনা কিছুটা কমে আসলেই আমি আপনাদের সাথে স্বশরীরে মিলিত হব।
মন্ত্রী বলেন, আমরা এলাকার উন্নয়নে কাজ করি। যে কাজ করলে কবরে শান্তি দেয়, জীবিতদের গর্বিত করে আর সাধারণ জনগনকে তৃপ্তি দেয়। সে কাজই করে শেখ হাসিনার সরকার।
সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী কসবা প্রেসকাবের ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রতি দিয়ে বলেন, কসবা প্রেসকাব ভবন হবে একটি নান্দনিক ভবন। সেখানে আপনারা সম্মান, মর্যাদা আর গর্বের সাথে কাজ করতে পারবেন।
মন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বিএনপি জনগনের পাশে নেই, শুধু ঢাকায় বসে কিছু সাহেব বক্তব্য করেন। তিনি বলেছেন, তাঁর সাড়ে ৭ বছর দায়িত্বপালন কালে প্রতিপক্ষকে দমন, হিংস্যা কিংবা প্রতি হিংস্যা মুলক কোন কাজ হয়নি।
মন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ কারোর একার পক্ষে সম্ভব নয়। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। করোনা মোকাবেলা করতে হলে গ্রাম-সমাজ, দেশ, বিশ^ মিলে এক সাথে মোকাবেলা করতে হবে। তিনি করোনা প্রতিরোধে শেখ হাসিনার নির্দেশনা পালন করার আহবান জানান।
মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওয়তায় কসবা উপজেলায় এক হাজার ৮৬৭টি গৃহ নির্মাণ করা হবে। গৃহ নির্মাণে কোন ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই গৃহগুলি নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হলে আপনারা সাংবাদিকরা সরেজমিনে সঠিক চিত্র তুলে ধরে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করবেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া।
মতবিনিময় সভায় কসবা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন, যুগ্ম আহŸায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম, কসবা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কমপক্ষে ৫০জন সাংবাদিক অংশ নিয়েছেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান, কসবা প্রেসকাব সভাপতি মো. আবদুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সাবেক সভাপতি মো. সোলেমান খান, মোহনা টেলিভিশনের কসবা প্রতিনিধি ও অপরাধপত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক খ.ম হারুনুর রশিদ ঢালী প্রমুখ।