মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার বায়েক ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন কৃষককের মাঝে বিনা মূল্যে বীজ সার ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দোল্লাহ খানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে ভার্চোয়াল যোগদেন আইন মন্ত্র আনিসুল হক,
কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম জানান; বায়েক ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন কৃষককে প্রত্যেককে ১০ কেজি বীজ ১০ কেজি ডিএটি সার ও ১০ কেজি এমও পি সার ও প্রত্যেক কৃষককে নগদ ১ হাজার করে ১২০ হাজার এবং বন্যা ক্ষতিগ্রস্ত যাদের বাড়িঘর ক্ষয় ক্ষতি হয়েছে এমন ১১ জন ব্যক্তিকে প্রত্যেককে ৩ বান্ডেল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা করে ৯৯ হাজার টাকা প্রদান করা হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ উপ পরিচালক রবিউল হক মজুমদার, কসবা উপজেলা পরিষদ চেয়াম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আল মানুন ভূইয়া প্রমুখ। এ সময় কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এমজি হাক্কানী, কসবা উপজেলা কৃষি কর্তকর্তা হাজেরা বেগম, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূইয়া ও কসবা উপজেলা কৃষি উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্তকর্তা মোঃ অহিদুর রহমান সরকার, কসবা প্রেস ক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।