এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টর্চারসেলে ভাতিজাকে জিম্মি করে চাচার ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী মামলার অন্যতম আসামী আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামী ইমরান এখনো রয়েছেন বেপাত্তা।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই উপজেলার বিশারাবাড়ি গ্রামের ব্যবসায়ী মোস্তাককে তারই চাচা ইমরান কৌশলে নিজ ঘরের মেঝের নিচে বিশাল টর্চারসেল ও ব্যাংকারে ঢুকিয়ে নির্যাতন করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তার বাড়ি ঘেরাও করলে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামের ভাড়াটিয়া গুণ্ডা সোহরাব হোসেন সৌরভকে আটক করে থানায় সোপর্দ করা হয়। ইমরান ও আমির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যপারে কসবা থানায় দায়ের করা হয় মামলা। বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীররাতে এই মামলার অপর অন্যতম আসামী আমির হোসেনকে কসবার সীমান্তবর্তী ফতেহপুর গ্রাম থেকে কসবা থানা পুলিশ গ্রেপ্তার করে ।
কসবা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘এই মামলার প্রধান আসামী ইমরান হোসেন এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।