এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
টিভির এন্টেনায় তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হয়ে প্রাণ গেলো স্কুলছাত্র রিমন চৌধুরীর (১৩)। রোববার (২৩ আগষ্ট ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর গ্রামে ঘটলো এই মর্মান্তিকতা।নিহত রিমন ওই গ্রামের মোজাম্মেল চৌধুরীর পুত্র এবং কাইমপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় রিমন ঘরে টিভি দেখার সময় ছবি স্পষ্ট না আসায় রিমন ছাদে গিয়ে টিভি স্পষ্ট দেখার জন্য এন্টেনায় এলুমিনিয়ামের তার সংযুক্তের চেষ্টা করছিলো। এসময় বাড়ির ছাদে ডিস লাইনের বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎস্পর্শিত হয় রিমন। দীর্ঘক্ষণেও ছাদ থেকে ফিরে না আসায় রিমনের মা ছাদে গিয়ে দেখে তার ছেলে তারের সাথে জড়িয়ে আছে। মায়ের আর্তচিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা এসে দেখতে পান বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্কুলছাত্র রিমনের। মর্মান্তিক এ ঘটনায় রিমনের পরিবারসহ এলাকায় নামে শোকের ছায়া।
কসবা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টি জেনেছ। তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি।’