কসবায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও কসবা পরিবার পরিকল্পনা কার্যালয় বিস্তারিত কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। কসবা উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিশ চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কসবা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রৌশন আরা, খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, স্থানীয় অপরাধ পত্র পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ ঢালী, সহকারী পরিবার কল্যান কর্মকর্তা মোছা. নাছিমা সুলতানা প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের নিকট পুরস্কার প্রদান করা হয়। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয় কসবা উপজেলা, শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয় উপজেলার কুটি ইউনিয়ন এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্বাচিত হয় খাড়েরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এফডবিøউএ নির্বাচিত হন গোপীনাথপুর ইউনিয়নের সাবিনা ইয়াছমিন, শ্রেষ্ঠ এফপিএ নির্বাচিত হন গোপীনাথপুর ইউনিয়নের সোহেল ভূইয়া, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হন মূলগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের দিলরুবা আক্তার এবং শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হন কুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মো. জিয়ার হুসাইন।

Post Under