কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ/২০২১-২০২২ উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনী বাস্তবায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ প্রদান করা হয়। কসবা উপজেলা পরিষদ চত্ত¡রে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত পাট বীজ, সার ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। এসময় উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কামরুননাহার, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাংবাদিক আবুল কালাম আজাদ, মো. শাখাওয়াৎ হোসাইন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষি অধিদপ্তর উপজেলার ১০জন কৃষককে মনোনীত করা হয়। তাদের প্রত্যেককে আধা কেজি নাবী পাট বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ইউরিয়া সার বিনামূল্যে বিতরণ করা হয়। তাছাড়া প্রদর্শনী বাস্তবায়নের জন্য কৃষকদের প্রত্যেককে ২ হাজার ৬৩০টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।