কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।
উপজেলা সমাজ সেবা অফিসার মো. রাজু আহমেদ এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান ভ‚ইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, কসবা থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হাবিবুর রহমান, স্থানীয় অপরাধপত্র পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ ঢালী প্রমুখ।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। কর্মশালায় কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন।