কসবায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ শ্রদ্ধা, ভালবাসা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংঘঠন বিভিন্ন অনুষ্ঠান পালন করেছেন।

রাত ১২ টা ১ মিনিটে কসবা উপজেলা পরিষদ চত্ত¡রে শহীদ মিনারে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কসবা পৌর সভার মেয়র এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠন, কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কসবা প্রেসক্লাব, কসবা টি. আলী ডিগ্রী কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০ টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। কসবা উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহŸায়ক ও কসবা পৌর সভার মেয়র এম জি হাক্কানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূইয়া। কসবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম ও কসবা উপজেলা ছাত্রলীগ আহŸায়ক আফজাল হোসেন রিমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহŸায়ক রুহুল আমিন ভ‚ইয়া, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা পৌর সভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, ব্রাহ্মণদবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন ইকবাল, কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, কসবা পৌর আওয়ামী লীগ এর সভাপতি হুমায়ুন কবির, কসবা উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহŸায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনে শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুল হান্নান।

পরে দুপুর ১২টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এর আয়োজন করা হয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূইয়া। কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কসবা উপজেলা সহকারী শিক্ষা অফিসর নাজমুল হক শিকদার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর সভার মেয়র এম জি হাক্কানী, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার, কসবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহŸায়ক রুহুল আমিন ভ‚ইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, কসবা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, খাড়েরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ ভ‚ইয়া, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) সামছুল আলম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রাথমিক পর্যায়ে চিত্রাঙ্কন ও মাধ্যমিক পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

Post Under