কসবায় শিক্ষক দিবস উদযাপিত 

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপিত  হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে পৌর সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। র‌্যলীতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ৫শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সৈয়দাবাদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল নূরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিকুর রহমানের সঞ্চালনায় সভায়  বক্তব্য রাখেন কসবা তফজ্জল আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কুটি মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  কবির আহমেদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল হান্নান, আড়াইবাড়ি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সাঈদ মো. ফারুক, উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতির আহবায়ক আবু ইউসুফ ভূইয়া, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাসুদ আলম চৌধুরী, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক ফায়েজুল ইসলাম আখন্দ প্রমুখ। বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার নানাদিকসহ তাহাদের দাবি তুলে ধরেন।
Post Under