কুমিল্লা সদর দক্ষিণ থানার (সিটি কর্পোরেশন) নন্দনপুর এলাকা থেকে কোতয়ালী থানার আমড়াতলী ইউনিয়নের ভূবনঘর গ্রামের অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মোছা আহম্মেদ মুন্নাকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি ও ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ টিম। এসময় তাঁর ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করে র্যাব।
র্যাব-১১ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর ২০২০ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন নন্দনপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ মোছা আহম্মেদ ওরফে মুন্নাকে (২৯) হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর দেহ ও প্রাইভেট কার তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি এবং ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার কোতয়ালি থানধীন ভূবনগড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানা গেছে।