কাতিব হাসান মুরাদ,কুবি প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ইনজিনিয়াস প্ল্যাটফর্ম’ উদযাপন করতে যাচ্ছে মানবাধিকার সপ্তাহ। এ লক্ষ্যে তারা আয়োজন করেছে ‘ভিডিও কন্টেস্ট’।
এ কন্টেস্টে অংশগ্রহণ করতে প্রতিযোগীকে
মানবাধিকার নিয়ে ভাবনা, বর্তমান পরিস্থিতি প্রভৃতি নিয়ে বক্তব্য ভিডিও বার্তায় রেকর্ড করে নিজেদের গুগল ড্রাইভে আপলোড করে ‘ইনজিনিয়াস প্ল্যাটফর্ম’র ফেসবুক পেজে দিতে হবে। প্রতিযোগীর ধারণকৃত ভিডিওর সময়সীমা হবে দেড় মিনিট(১.৩০)। ১০ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত মানবাধিকার বিষয়ক ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবে অংশগ্রহণকারীরা।
বিজয়ী বাছাই করতে ‘ইনজিনিয়াস প্ল্যাটফর্ম’র নিজস্ব প্যানেল থাকবে। তাদের ৮০% মার্কিং এবং পেইজে আপ্লোডকৃত ভিডিয়োতে দর্শকদের প্রতিক্রিয়ার উপর মার্ক থাকবে ২০%।
উল্লেখ্য, ইনজিনিয়াস প্লাটফর্মের এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে যে কেউ অংশগ্রহণ করতে পারবে।