নিজস্ব প্রতিবেদক:
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কুমিল্লা অফিসের আয়োজনের কুমিল্লা প্রেসক্লাবে সূধী সমাবেশ আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নারীনেত্রীবৃন্দ, পেশাজীবী নেত্রীবৃন্দ।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা ছড়াকার জহিরুল হক দুলাল। পরে শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়ে বক্তারা বলেন, বিগত চার বছরে দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি গতানুগতিকতার বাইরে গিয়ে একটি নতুন ধারা তৈরি করতে পেরেছে। অল্প সময়ে একটি ব্যতিক্রমি চরিত্র নিয়ে গণমাধ্যম অঙ্গনে নিজের জায়গা করে নিতে পেরেছে। বক্তারা দেশ রূপান্তর পত্রিকার সফলতা কামনা করেন এবং এবং প্রকাশক, সম্পাদক, পরিচালনা পরিষদের কর্মকর্তা, ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা সংবাদ কর্মীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান, অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এডভোকেট সহিদুল হক স্বপন, কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইংরেজি বিভাগ সহকারী অধ্যাপক জোবায়দা নুর খান, , সনাক কুমিলার সভাপতি রোকেয়া বেগম শেফালী, প্রত্যয় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা বেগম, কুমিল্লা প্রেমক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, উদিচীর সভাপতি শেখ ফরিদ, এনটিভির কুমিল্লা প্রতিনিদি খায়রুল আহসান মানিক, সাংস্কৃতিক সংগঠক চন্দন দাস, কুমিল্লা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদ, কুমিল্লা নজরুল ইন্সটিটিউট এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, ফারুক আজম ও ইশতিয়াক। অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানান দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন জাকির।