কুমিল্লায় বিল থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

এমদাদুল হক সোহাগ, কুমিল্লা:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় ‘দোয়াইজলা’ বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানা পুলিশ। উদ্ধার হওয়া দুই যুবকের লাশের পাশে থাকা মাদক গ্রহণের বিভিন্ন আলামত থেকে রহস্য সৃষ্টি হয়েছে। হত্যা না মাদকের বিষক্রিয়া? তা নিয়ে সন্দেহ কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও এলাকাবাসীর মাঝে।

নিহতেরা হলেন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও খাগড়াছড়ি জেলার রামঘর উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)। নিহত দুজনেই ইন্টারনেটের বিল উত্তোলন, লাইন সংযোগ ও মেরামতের কাজ করতেন।

সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গেলে মরদেহ দুটি দেখে স্থানীয় মেম্বারকে খবর দেন, পরে তিনি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি ও লাশ উদ্ধার করেন।

দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন বলেন, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, নিহত মনিরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘সকালে দোয়াইজলা বিলে কৃষকেরা কাজ করতে এসে দুজনের মরদেহ দেখে আমাকে খবর দেয় তারা। পরে ঘটনার সত্যতা পেয়ে আমরা পুলিশ খবর দেই। তাঁরা দুজনই ডিস ও ইন্টারনেট বিল উত্তোলন ও সংযোগ লাইনের কাজ করতেন। এটি হত্যাকাণ্ড কিনা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এ বিষয়ে ডিস ও ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানের মালিক বদিউল আলম সানোয়ার বলেন, ‘মনির ও মোহন আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। এর মধ্যে মনির নিজের বাড়িতে থাকতেন। আর মোহন অফিসে থাকতেন। মোহনের বাবা আমাকে বলেছেন, রাত ১১টার দিকে শেষবার মোহনের সঙ্গে তাঁর কথা হয়েছে। ১১টার পর তাঁকে অফিসেও পাওয়া যায়নি।’

সিনিয়র সহকারী পুলিশ মো.শাহীন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখন বলা সম্ভব হচ্ছে না। তবে ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, সিগারেট, মোবাইল, স্পিরিটের খালি বোতলসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া আরও তথ্য উপাত্ত ও আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’

Post Under