কুমিল্লায় রথযাত্রা মহোউৎসবের উদ্বোধন করলেন এমপি বাহার

এমদাদুল হক সোহহগ:
কুমিল্লায় শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ বলদেবও সুভদ্রাদেবীর রথযাত্রা মহোউৎসব। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে আট দিনব্যাপী ওই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এবং বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কুমিল্লা-৭ চান্দনিা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: শামীম আলম, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন শ্রীমান ভদ্র নিমাই দাস ব্রহ্মচারী, শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট শ্রী তপন বিহারী নাগ, শ্রী স্বপন কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন ডা. পরিমল চন্দ্র দেবনাথ। সভাপতিত্ব করেন শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরের সভাপতি শ্রীমান সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বঙ্গবন্ধু একটি অসম্প্রদায়িক দেশ জাতিকে উপহার দিয়েছেন। আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার। দূর্গাপূজাতে আমরা দেখতে পাই অনেক মুসলমানেরাও আনন্দ করে, পূজা দেখতে যায়। তেমনি হিন্দুরাও মুসলমানদের বিভিন্ন উৎসবে হাজির হয়। এটাই বঙ্গবন্ধুর বাংলাদেশ। তিনি আরো বলেন, ১৯৭১ সালে যারা আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছিলে সেই অপশক্তি আবার মাথাচারা দিচ্ছে। আগামি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃতত্বে সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ এ দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেনা।

Post Under