কুমিল্লায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষক সমাজের করণীয় শীর্ষকআলোচনা

এমদাদুল হক সোহাগ

স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা মহানগর আদর্শ সদর উপজেলা শাখার আয়োজনে কুমিল্লায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানেশিক্ষক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা নগরীর ভাষা সৈনিক অজিত গুহমহাবিদ্যালয়ের অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদরউপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষকসমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, শিক্ষক নেতা জহিরুল আলম। প্রবন্ধ উপস্থাপনকরেন ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদকুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান। জিয়া উদ্দিন জীবনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্বাধীনতাশিক্ষক পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আসাদুর রশিদ।

প্রধান অতিথি বলেন, আমাদের সন্তানদের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে হবে। আর স্মার্ট বাংলাদেশ বিনির্মান কেবলশেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। সরকার ক্ষমতায় আসার পর শিক্ষকদের বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। শেখহাসিনার নেতৃত্বে বাংলাদেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। বাংলাদেশের মানুষ একসময় ঠিকমত কাপড় পড়তে পারতো নাহ, তিনবেলা খাবার খেতে পারতো না। সেই মানুষগুলোর জন্য বঙ্গবন্ধু সারাটা জীবন কাজ করেছেন। তাঁর স্বপ্নগুলো বাস্তবায়নের জন্যইশেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা তাহাজ্জুদ, ফজরের নামাজ, কোরআন তিলোয়াতের মাধ্যমে তাঁর দিন শুরুকরেন। পদ্মা সেতু, এটোমিক পাওয়ার প্ল্যান্ট চুক্তি বঙ্গবন্ধু বেঁচে থাকতেই করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর সব থমকে গিয়েছিল।বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে।

Post Under