কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের এমপি ও সাবেক মেয়র গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফলেঢাকাচট্টগ্রাম মহাসড়কে প্রায় সাড়ে তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়াগেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকায় স্থানীয় এমপি মজিবুল হক মুজিব সাবেক পৌর মেয়র মিজানুর রহমান গ্রুপের মধ্যে ঘটনা ঘটে। ঘটনার সময়ে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজটসৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা১১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এবংচৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

জানা যায়, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ পাঁচথেকে ছয়টি পক্ষের নেতাকর্মীরা সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চৌদ্দগ্রাম বাজারে সমাবেশের ডাকদেয়। এতে সকাল থেকে সমাবেশ স্থলে লোকজন জড়ো হতে থাকলে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের অনুসারীরা জড়ো হয়েধাওয়া করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ৩০ জন আহত হয়।

সংঘর্ষের সময় দুপক্ষই দেশীয় অস্ত্র হাতে মহাসড়কের মাঝে অবস্থান নিয়। তাদের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টাধাওয়া চলতেথাকে।

পুলিশ দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর সাড়ে বারটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Post Under