কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে দুপরে র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগড়িতে ব্যক্তি প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জিএম মির হোসেন মিরু, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য কপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার উম্মে কুলসুম স্মৃতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকারিয়া।
এবছর বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘৮০০ কোটির পৃথিবী : সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’।

দুপুর ১২ টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। র‍্যালি শেষে প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ টি ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এবার উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে শুভপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয় শুভপুর ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হন যথাক্রমে পারুল আক্তার, মোছাঃ আয়েশা সিদ্দিকা, মোঃ মাহমুদুল হাসান এবং কামাল হোসেন। এর আগে দিবসটি উদযাপনের অংশ হিসেবে ১১ জুলাই উপজেলা কার্যালয়ে ব্যানার প্রদর্শনী এবং উপজেলার ১৪ টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

 

Post Under