কুমিল্লার দেবীদ্বার শিশু পরিবারে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লা প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার শিশু পরিবারে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে কেক কাটা, দোয়া মুনাজাত, আলোচনা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার রাতে দেবীদ্বার সরকারি শিশু পরিবারে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক কবির আহম্মেদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আতিকুর রহমান বাশার।
আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসার বিমল দত্ত, সাংবাদিক এনামুল হক, ইউপি চেয়ারম্যন জাহিদ হোসেন, উপজেলা স্বে”চ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আমির হোসেন আমু, হাবিবুর রহমান, সাংবাদিক মোঃ এনামুল হক, রাজিব সরকার, ক্যামেরা পারসন আলমগীর কবির, সাইফুল ইসলাম সজিবসহ আরো অনেকে।
অনুষ্ঠানে দেবীদ্বার অনুরাগ সংগীত একাডেমির পরিচালক শিপ্রা দত্তের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করা হয়।

Post Under