এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার নমশূদ্র পাড়ার ঐতিহ্যবাহী নারায়ন পুকুরের একাংশ ভরাটের অভিযোগে পরিবেশ অধিদপ্তর কুমিল্লার কার্যালয় হতে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ বাদী হয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৪ (২) ও ৬ (ঙ) লংঘনের অপরাধে গত ২৩ জুন কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয় পুকুরের মালিক ২য় মুরাদপুরের নমশূদ্র পাড়ার মফিজ উদ্দিনের ছেলে আবু ফয়সাল রায়হান সহ ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব বলেন, পুকুর ভরাট করা ফৌজদারী অপারাধ। কুমিল্লার নগরীর অনেক পুরাতন পুকুর ভরাট হয়ে গেছে। আমরা অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিচ্ছি। কাউকে ছাড় দেয়া হবেনা।