নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় ছুরিকাঘাতে জহিরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জেরে এক আইনজীবী তাকে ছুরিকাঘাত করেন।
সোমবার রাত ৮ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলামের বাড়ি শহরতলীর চম্পকনগর সাতরা এলাকায়।
জহিরুল দুই বছর ধরে কুমিল্লা কৃষি গবেষণা অফিসে চাকরি করছিলেন।
নিহত জহিরুলের বন্ধু প্রত্যক্ষদর্শী এরশাদ হোসেন জানান, জহিরুল রাত আটটার দিকে তার অফিস থেকে মোটরবাইক ধোয়ার কাজে তাকে (এরশাদ) নিয়ে আড়াইওড়া এলাকায় আসেন। পরে জহিরুলকে আইনজীবী সাইফুদ্দিন সবুজ ডেকে সামনে নিয়ে যান। এরপর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। সাইফুদ্দিনের সঙ্গে আরেক জন ছিলেন।
গুরুতর আহত জহিরুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসেম মনছুর তাকে মৃত ঘোষণা করেন।
এরশাদ আরও জানান, আইনজীবী সাইফুদ্দিন জহিরুলের প্রতিবেশী। জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে জহিরুলের বিরুদ্ধে সাইফুদ্দিনের করা একটি মামলা বিচারাধীন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।